Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় জাতীয় পরিচয়পত্র বিতরণ
বিস্তারিত

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় আগামী ৪ নভেম্বর ২০১৮খ্রি. তারিখ হতে ১৪ নভেম্বর ২০১৮খ্রি. পর্যন্ত প্রতি ইউনিয়নে ১(এক) দিন করে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

 

লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র গ্রহনের জন্য ভোটারদের করণীয়ঃ-  

*বিতরণ কেন্দ্রে নিবন্ধন স্লিপ (ফরম-৫) সাথে আনতে হবে।

*কেউ কেন্দ্র উপস্থিত হতে না পারলে নিবন্ধন স্লিপ (ফরম-৫) দিয়ে পরিবারের কাউকে পাঠিয়ে কার্ড নিতে পারবেন।

*নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সনাক্ত করে ভোটার নিজে উপস্থিত হয়ে কার্ড নিতে পারবেন। (স্লিপ হারিয়ে গেলে অবশ্যই ভোটার উপস্থিত থাকতে হবে)

*নির্ধারিত সময়ে কার্ড নিতে না পারলে পরবর্তী সময়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে সংগ্রহ করা যাবে।

 

ইউনিয়ন পর্যায় যে কোন তথ্যের জন্য-

০১ নং ছাতারপাইয়া- ০১৮২৬২০৪০৮১

০২ নং কেশারপাড়- ০১৮২৬২০৪০৮২

০৩ নং ডুমুরুয়া-   ০১৮২৬২০৪০৮৩

০৪ নং কাদরা-     ০১৮২৬২০৪০৮৪

০৫ নং অর্জুনতলা-   ০১৮২৬২০৪০৮৫

০৬ নং কাবিলপুর-   ০১৮২৬২০৪০৮৬

০৭ নং মোহাম্মদপুর-  ০১৮২৬২০৪০৮৭

০৮ নং বীজবাগ-    ০১৮২৬২০৪০৮৮

০৯ নং নবীপুর-     ০১৮২৬২০৪০৮৯

সেনবাগ পিডিসি-    ০১৯১৩১৮৯৬৯৫

 [বি.দ্র.- এই গুলো স্মার্ট কার্ড না, অত্র উপজেলায় স্মার্ট আসতে অনেক সময় লাগবে তাই স্মার্ট কার্ড নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করবেন না]

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
01/11/2018
আর্কাইভ তারিখ
15/11/2018