Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যাংক

 

 প্রান্তিক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দেয়ার লক্ষ্যে এটুআই এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে। ইতিমধ্যে ২৯০০+ ডিজিটাল সেন্টার হতে ৩টি ব্যাংকের অধীনে (ব্যাংক এশিয়া, মধুমতি, এনআরবিসি) এজেন্ট ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। মূলত এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে উদ্যোক্তারা ব্যাংকের পক্ষে গ্রাহকের একাউন্ট খোলার আবেদন সংগ্রহ, বিভিন্ন ধরণের আমানত সংগ্রহ, পল্লী বিদ্যুৎ বিল গ্রহণ, বিভিন্ন ফি আদায়, রেমিটেন্স সেবাসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করতে পারছে। আর এরই ধারাবাহিকতায় ০৫ নং অর্জুনতলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সেবা চালু রয়েছে। সপ্তাহে ০৬ দিন অর্থ্যাৎ শনি-বৃহষ্পতি বার সকাল ১০ টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত ব্যাংকিং সকল সেবা প্রদান করা হয়।

 

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর অনুমোদিত সেবাসমূহঃ

০১ নগদ টাকা জমাদান (Deposit)
০২ নগদ টাকা উত্তোলন (Withdraw)
০৩ বিদেশ থেকে প্রেরিত অর্থ উত্তোলন (Foreign Remittance)
০৪ নতুন একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ।
০৫ ঋণের কিস্তি পরিশোধ।
০৬ বিল প্রদান / জমাদান।
০৭ বেতন / ভাতা প্রদান।
০৮ তহবিল স্থানান্তর (Fund Transfer)।
০৯ ব্যাংক স্থিতি জানা (Balance Inquiry)।
১০ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ঋণ আবেদনের জন্য পূরণকৃত ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহন।
১১ ক্লিয়ারিং চেক গ্রহন।
১২ পাসপোর্ট ফি জমা নেওয়া।
১৩ পবিত্র হজ্জের টাকা জমা নেওয়া হয়।

 

গ্রাহক যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেনঃ

০১ সকল লেনদেন এর তথ্য এসএমএস / প্রিন্টেড রশিদের মাধমে নিশ্চিত হবেন।
০২ সকল উত্তোলন গ্রাহক আঙ্গুলের ছাপ দ্বারা নিশ্চিত করবেন।
০৩ এজেন্ট অফিসের বাহিরে কোন লেনদেন করা যাবেনা।
০৪ যে কোন প্রয়োজনে ব্যাংক এশিয়াতে দিন-রাত ২৪ ঘণ্টা ফোন করুনঃ ১৬২০৫।

 

 

এজেন্ট

মোঃ শহীদুল ইসলাম

উদ্যোক্তা পরিচালক

০৫ নং অর্জুনতলা ইউনিয়ন ডিজিটাল সেন্টার

সেনবাগ, নোয়াখালী।

মোবাইল নং- ০১৮২৬২০৪০৮৫

ই-মেইল- shohidislam85@gmail.com

 

 

ফেইজবুক ইউটিউব আপনার মতামত লোকেশন