০৫ নং অর্জুনতলা ইউনিয়নের বয়স্ক, বিধবা/স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের এবং তাদের অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের দোরগোড়ায় সকল সেবা পৌছায়ে দেওয়ার লক্ষ্যে আপনাদের সকল তথ্য অনলাইনে এন্ট্রি করা হবে। তাই নিন্মোক্ত সময়সুচি অনুযায়ী ভাতাভোগীগনদেরকে স্বশরীরে অত্র ইউনিয়ন পরিষদে/ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উপস্থিত থাকার জন্য বলা হইল।
সময়সুচি
ক্র.নং |
তারিখ, বার ও |
সময় |
ওয়ার্ড নং |
ভাতাভোগী |
০১ |
১২/০৮/২০২০ বুধবার |
সকাল ১০.০০- বিকাল ৩.০০ পর্যন্ত |
১,২,৩,৪,৫ |
বয়স্ক ভাতাভোগী |
০২ |
১৩/০৮/২০২০ বৃহষ্পতিবার |
সকাল ০৯.০০- দুপুর ১২.০০ পর্যন্ত |
৬,৭,৮,৯ |
বয়স্ক ভাতাভোগী |
০৩ |
১৪/০৮/২০২০ শুক্রবার |
সকাল ০৯.০০- দুপুর ১২.০০ পর্যন্ত |
১ থেকে ৯ |
প্রতিবন্ধী ভাতাভোগী |
০৪ |
১৪/০৮/২০২০ শুক্রবার |
সকাল ১২.০০- বিকাল ৩.০০ পর্যন্ত |
১ থেকে ৯ |
বিধবা ভাতাভোগী |
০৫ |
১৭/০৮/২০২০ সোমবার |
সকাল ১০.০০- বিকাল ৪.০০ পর্যন্ত |
১ থেকে ৯ |
বাদ পড়া সকল ভাতাভোগী |
বি.দ্র- উল্লেখিত সময়ে কোন ভাতাভোগী স্বশরীরে উপস্থিত না হলে তাদেরকে নিরুদ্দেশ বা মৃত বলে গন্য করে উক্ত ভাতাভোগীর স্থলে অন্য ভাতাভোগী প্রতিস্থাপন করা হবে। পরবর্তীতে কোন ধরনের আপত্তি গ্রহনযোগ্য হবে না।
নির্দেশনা সমূহঃ
১।A4 সাইজের কাগজে ১ কপি জাতীয় পরিচয়পত্র এবং (১৮ বছরের নিচে হলে জন্ম নিবন্ধনের) স্পষ্ট ফটোকপি।
২। ভাতাবহি অথবা ভাতাবহি জামার টোকেন সঙ্গে আনতে হবে।
৩। ভাতাভোগী নিজের বা পরিবারের যে কোন সদস্যের সচল মোবাইল নাম্বার লিখে আনতে হবে।
৪। যে কোন তথ্যের ইউপি চেয়ারম্যান (০১৮১৭০৬৫০৬), ইউপি সচিব (০১৭২৬৪০০৭০১), ইউডিসি (০১৮২৬২০৪০৮৫) বা স্ব স্ব ইউপি সদস্যগনদের সাথে যোগাযোগ করবেন।
আপনার মতামত |
যে তথ্যের জন্য যোগাযোগ করুন |
ইউনিয়ন ডিজিটাল সেন্টার |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS