বিশেষ বিজ্ঞপ্তি
বিষয়: সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন
সূত্র: ৪১.০১.০০০০.০৪৯.১৪.০১০.২০.৫৩৮, তারিখ: ২৬-০৬-২০২৩ খ্রি.
স্বারক: ৪১.০১.৭৫৮০.০০০.৯৯.০০২.২১-৬৬, তারিখ: ১১-০৭-২০২৩ খ্রি.
উপরোক্ত বিষয়, সূত্র ও স্বারকের আলোকে এতদ্বারা ০৫নং অর্জুনতলা ইউনিয়নের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সেনবাগ উপজেলাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন সকল বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগীদের সেনবাগ উপজেলা, সমাজসেবার অফিসারগণদের মাধ্যমে লাইভ ভেরিফিকেশন এবং সঠিক নগদ নম্বর নিশ্চিত করার লক্ষ্যে নিন্মোক্ত তারিখ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অত্র ০৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাতাভোগীগনদেরকে স্বশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে ভাতাভোগী স্ব-শরীরে উপস্থিত না হলে ভাতা বাতিল বলিয়া গন্য হইবে এবং পরিবর্তীতে কোন ধরণের আপত্তি গ্রহণ যোগ্য হবে না।
সময়সুচী
তারিখ ও বার |
ওয়ার্ড নং |
সময় |
স্থান |
১৭-০৭-২০২৩ সোমবার |
১,২,৩ |
সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত |
০৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ কার্যালয় |
১৮-০৭-২০২৩ মঙ্গলবার |
৪,৫,৬ |
সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত |
|
১৯-০৭-২০২৩ বুধবার |
৭,৮,৯ |
সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত |
ভাতাভোগী সঙ্গে করে যা আনিতে হইবে।
১। জাতীয় পরিচয় পত্রের মূল কপি।
২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপির নিচে সঠিক নগদ নম্বর লিখে আনতে হবে।
৩। লিখিত সঠিক নগদ নম্বর সহ সচল মোবাইল আনতে হবে।
নির্দেশক্রমে
উপজেলা সমাজসেবা অফিসার,
সেনবাগ, নোয়াখালী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS