Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ই-হোল্ডিং ট্যাক্স
বিস্তারিত

প্রিয় এলাকাবাসী

আসসালামু আলাইকুম


এতদ্বারা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র ০৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদকে ডিজিটালাইজড করার লক্ষ্যে ই-হোল্ডিং ট্যাক্স এর আওতায় ইতিমধ্যে আপনারা যাহারা হোল্ডিং নম্বর অন-লাইন করেছেন তাহারা আগামী ৩১-০৩-২০২৩ খ্রি. তারিখের পূর্বে ০৫নং অর্জুনতলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বা স্ব স্ব ইউপি সদস্য এর নিকট থেকে তথ্য সংগ্রহ করে ০৫নং অর্জুনতলা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আপনার জাতীয় পরিচয়ের মাধ্যমে অন-লাইনকৃত হোল্ডিং নম্বরের তথ্যের ভূল-ভ্রান্তি, পরিবর্তন-পরিমার্জন করিতে পারিবেন। উক্ত সময়ের পরে কোন ধরনের ভূল-ভ্রান্তি, পরিবর্তন-পরিমার্জন নিজ দায়িত্বে নিজ খরচে করিতে হইবে। ইহার জন্য অত্র ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য/ গ্রাম পুলিশ/ইউডিসি এবং আদায়কারী কোন ভাবে দায়ী থাকিবে না।

 

তাই আপনার ইউনিয়নকে ডিজিটালাইড করতে নির্ভুল অন-লাইন হোল্ডিং নম্বরের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদান করে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা প্রাপ্তিতে বিঘ্নতা এড়াতে ই-হোল্ডিং ট্যাক্স কার্যক্রমকে সফল ও সাফল্য মন্ডিত করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।


ই-হোল্ডিং ট্যাক্স করতে আপনার যাহা লাগবে: (১) আপনার NID কার্ডের ফটোকপি, (২) মোবাইল নম্বর, (৩) সর্বশেষ পরিশোধিত ট্যাক্সের রশিদ (পুরাতন হোল্ডিং এর জন্য প্রযোজ্য)


ই-হোল্ডিং ট্যাক্স সংশোধন করতে আপনার যাহা লাগবে: (১) আপনার NID কার্ডের ফটোকপি, (২) মোবাইল নম্বর, (৩) হাল সনের পরিশোধিত ট্যাক্সের রশিদ।

 


 “নেব সেবা, দিব কর, ইউনিয়ন হবে স্বনির্ভর”

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
26/03/2023
আর্কাইভ তারিখ
31/03/2024